ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স না থাকায় ২ ফার্মেসিকে জরিমানা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২ ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান

সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনীর মহিপাল এলাকায় ভেজাল বিরোধী অভিযানে গিয়ে আলেয়া মেডিকেল হল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়, এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় সততা ফার্মেসিতে লাইসেন্স না থাকায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, জেলা ব্যাপী ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত