বন্ধুর অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোর আটক
ফেনীর ফুলগাজীতে প্রবাসে যাওয়া এক বন্ধুর বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৯ কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনন্দপুরের বাসিন্দা সাইমুন শাহ পাটোয়ারী। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে ওই কনভেনশন হলে খাওয়া-দাওয়া ও আড্ডার আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন ওই কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ
পরে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকা থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ জন কিশোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গাড়িবহরে হামলার প্রতিবাদে জেএসডি প্রার্থীর সংবাদ সম্মেলন
এক অভিভাবক অভিযোগ করেন, আমাদের সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তবুও তাদের ছাত্রলীগ সাজিয়ে আটক করা হয়েছে।” তবে বিএনপি নেতা গোলাম রসুল গোলাপ দাবি করেন, “আটকদের মধ্যে একজন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। আমি কেবল প্রশাসনকে অবহিত করেছি।





