কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-০২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী।

তিনি বলেন, কল্যাণ এবং স্বস্তির বাংলাদেশ গড়ার জন্য ছাত্র ও যুবকদের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন— জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজিজ আহমদ কিবরিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার, কুলাউড়া পশ্চিম সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

কর্মশালায় ৭ শতাধিক দায়িত্বশীল ব্যক্তি অংশগ্রহণ করেন।