নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় নেতাকে বয়কট, ৬ মনোনয়নপ্রত্যাশী একমঞ্চে

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা রেলস্টেশন সংলগ্ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রায়পুরা থেকে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে উপস্থিত উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এর সঞ্চালনায় ৬ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল। মনোনয়ন প্রত্যাশী ৬ নেতা ইঞ্জিনিয়ার আশরাফের উদ্দেশ্যে বলেন বিভ্রান্ত ছড়াবেন না। দল যখন মনোনয়ন দিবে। তখন সবাই দেখবে। যিনি যোগ্য দল অবশ্যই তাকে মনোনীত করবেন। এর আগে বিভ্রান্ত ছড়িয়ে দলের ঐক্য বিনষ্ট করবেন না। স্থানীয় নেতাকর্মীদেরকে এসব বিভ্রান্তে কান না দেওয়ার আহবান করেন বক্তারা। তার আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ রায়পুরা উপজেলা বিএনপি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে মিলে তার পক্ষে কাজ করবো।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান