এএসআইএস ইন্টারন্যাশনালের বোর্ড সদস্য হলেন মেজর (অব.) নুরুল মান্নান

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরের কৃতি সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী এএসআইএস সংস্থার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একজন বোর্ড সদস্য হিসাবে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আমেরিকার নিউ অরলিন্স এ (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত) তিন দিনব্যাপী অনুস্টিত বার্ষিক সেমিনারে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। বুধবার (৮ অক্টোবর) সেমিনার শেষে তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। 

 মেজর (অব.) নুরুল মান্নান জানান এ এস আই এস ইন্টারন্যাশনাল বিশ্বের শিল্প নিরাপত্তা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়কে প্রতিপাদ্য করে প্রতি বছর আমেরিকাতে তিন দিন ব্যাপি বিশ্বের সকল বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের সমকালীন নিরাপত্তা নিয়ে সেমিনার এবং নানা বিষয়ে আলোচনার আয়োজন করে। এই সংস্থাতে প্রায় ৩৪ হাজার সদস্য রয়েছেন। তাদের আমন্ত্রনে তিনি গত বছরের মতো এ বছর ও এই বৈশ্বিক সমাবেশে অংশ নিয়েছিলেন।  বিশ্বের খ্যাতিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের এই মিলন মেলা আমেরিকার নিউ অরলিন্স এ অনুস্টিত হয়। নিরাপত্তা বিষয়ে আলোচনার সাথে সাথে বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর প্রদর্শনী ছিলো এই সমাবেশে। সেমিনারে তাকে  এই সংস্থার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একজন বোর্ড সদস্য হিসাবে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তার লেখা নিরাপত্তা বিষয়ে বই তিনি বিভিন্ন স্বনামধন্য বিশেষজ্ঞদের হস্তান্তর করেন। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

নুরুল মান্নান আরও বলেন বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে তাদের পেশাগত মানের উন্নয়নে তিনি প্রায় একদশকের অধিক কাজ করছেন এবং তার বিশ্বাস বাংলাদেশের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বিশ্বমানের পরিকল্পনা প্রনয়নে উল্লেখযোগ্য ছাপ রেখেছেন।

৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে সাইবার অপরাধ রোধ এবং সরকারি ও বেসরকারি সেক্টরে নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যত পৃথিবীকে নিরাপদ রাখার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান