হবিগঞ্জের চুনারঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Sadek Ali
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের শ্রী বাড়ি চা বাগানে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার পর তার লাশ গোপনে গর্তে পুতে ফেলা  হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে, এবং নিহতের পরিবার থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সূর্য রিকিয়শনের ছেলে মঙ্গল রিকিয়াশন ওরফে মঙ্গল পাগলাকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে মহেশ্বর গড় ওরফে বাবুল মাস্টার এবং তার দলবল মিলে নির্মমভাবে আঘাত করে। এতে মঙ্গল পাগলা গুরুতর আহত হয়। অবস্থা খারাপ দেখে স্থানীয় কয়েকজন তাকে চুনারঘাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে অবিলম্বে সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কিন্তু শ্রীবাড়ি বাগান পঞ্চায়েতের মোহনলালের নির্দেশে তাকে হাসপাতালে না নিয়ে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরদিন ২১ অক্টোবর মঙ্গল পাগলা মারা যান। ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ওই রাত ১২টার দিকে বাগান পঞ্চায়েত মোহনলালের নির্দেশে মহেশ্বর গড় ওরফে বাবুল মাস্টার এবং আরও তিনজন মিলে তার মৃতদেহ একটি গর্তে পুঁতে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা শ্রীবাড়ি বাগানের প্রভাবশালী ব্যক্তি এবং বাগান পঞ্চায়েত মোহনলালের ঘনিষ্ঠ লোক হওয়ায় নিহতের আত্মীয়-স্বজনরা ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে পারছেন না। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় আতঙ্ক  বিরাজ করছে এবং স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

এই ঘটনা চা বাগান এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিরাপত্তা এবং প্রভাবশালীদের দায়মুক্তির বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।