ফেনীর ছনুয়া ইউনিয়নে যুবদলের লিফলেট বিতরন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৫ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেনীর ছনুয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দিন মীরের নেতৃত্বে এই তৃতীয় পর্বের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। রাস্তায়, পাড়া-মহল্লায় ও ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া হয় স্থানীয় জনগণের হাতে।

আরও পড়ুন: কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লিফলেট বিতরণের সময় মাস্টার গিয়াস উদ্দিন মীর উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। কিশোর গ্যাংকে শক্ত হাতে দমন করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে শক্তিশালী করার আহ্বান জানাই।”

স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য শাহ আলম সাগর, যুবদল নেতা মোসলেহ উদ্দিন সবুজ, আবু তাহের সোহেল, সাইফুল ইসলাম মুন্সী, আব্দুল লতিফ সুমন, ওমর ফারুক বাপ্পি, রাসেল পাটোয়ারী, শফিকুল ইসলাম মানিক, হায়দার আলী নিপু, এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত আলীসহ এলাকার সর্বস্তরের জনগণ।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার