বগুড়ায় বিড়ালকে কুপিয়ে হত্যা থানায় জিডি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৩ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় বিড়ালকে গলাকেট ও পেটকেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বুধবার (৫ নভেম্বর) বগুড়ার আদমদীঘি থানায় এই সাধারণ ডায়েরি করেন সংগঠনটির ঢাকার সদস্য মো. এমরান হোসেন (২৯)। জিডিং ট্রাকিং নাম্বার- ৮২১৪৯কে, জিডি নাম্বার- ২০৩। বিবাদী হলেন- বুলবুলি।

আরও পড়ুন: আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি: কাজী মনিরুজ্জামান মনির

এমরান হোসেন জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আদমদীঘি থানাধীন দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম এলাকায় একজন মহিলা একটি বিড়ালকে জবাই করে হত্যা করে ফেলে রাখার ভিডিও দেখতে পায়। বিষয়টি তার সংগঠনের কর্তৃপক্ষের নজরে আসলে তাদের নির্দেশে তিনি সকাল সাড়ে ১০টার দিকে ঘটিকায় আদমদীঘি থানা এলাকার ঘটনাস্থল যান। স্থানীয় লোকজন জানায় দুপুর একটা থেকে দুইটার মধ্যেকার ঘটনা। বুলবুলি নামের একজন নারী একটি সাদা কালো রংয়ের বিড়ালকে তার নিজ বাড়িতে বটি দিয়ে গলা সম্পূর্ণ কেটে এবং বুক চিড়ে নাড়ি-ভুড়ি বের করে নিষ্ঠুরভাবে হত্যা করে। পরে তার বাড়ির পাশের ধানখেতে ফেলে দেয়। পরবর্তীতে বিবাদীর প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে সাদা ককশিটের ভিতর বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে।

প্রতিবেশী শামছুন্নাহার মিনা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত সংগঠনের কর্তৃপক্ষকে অবগত করে ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

আরও পড়ুন: কৃষকদল নেতা খন্দকার নাসিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের অভিযোগ বিএনপির দপ্তরে