বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, যোগাযোগ বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলাকা কমিউটার ট্রেনের শতাধিক যাত্রীজারিয়া অভিমুখে চলাচলরত ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে। ঘটনাটি ঘটে গৌরীপুর রেলস্টেশনের কাছে।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, তবে দ্রুত ট্রেন থামিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও চেম্বার বোমা হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। পরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নতুন ইঞ্জিন সংযুক্ত করার কাজ চলছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

দুর্ঘটনায় কেউ হতাহত না হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।