শরীয়তপুরে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় রিভলবারসহ দুই যুবক আটক

Sanchoy Biswas
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরে রিভলবারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় একটি লিখিত প্রেস রিলিজ দেয় পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক উজ্জ্বল খান (৩৫) ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার আব্দুল খানের ছেলে এবং সুমন হাওলাদার (৪১) দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে রাজউকের মোবাইল কোর্ট, বনানীতে ২৪ দোকান বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের পাকা রাস্তায় একটি যৌথ চেকপোস্ট পরিচালিত হয়।

চেকপোস্ট চলাকালীন সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলসহ দুইজনকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল খানের প্যান্টের কোমর থেকে একটি ৩২ বোর রিভলবার (৬ চেম্বার বিশিষ্ট) উদ্ধার করা হয়। এ সময় রিভলবারসহ যুবক উজ্জ্বল ও সুমনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সোমবার রাতে পালং মডেল থানার এসআই কাজী একে আজাদ, মৃত্যুঞ্জয় কুমার কীর্ত্তনীয়া, আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই জাহিদুল ইসলামসহ আমরা পূর্ব কাশাভোগ এলাকায় চেকপোস্ট বসালে সেখান থেকে রিভলবারসহ যুবক উজ্জ্বল ও সুমনকে আটক করি। এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি মামলা হয়েছে। পরে আসামিদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।