তাড়াইলে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে বোরগাঁও দারুস সালাম মাদ্রাসায় সারাদিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মেডিক্যাল ক্যাম্পে তি শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
দিনব্যাপী এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান ভূয়া,তাড়াইল সাচাইল ইউনিয়ন সভাপতি আলমগীর হোসাইন ,দিগদাইড় ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, রাউতি ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ,কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।





