ফেনীতে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
ফেনী শান্তি নিকেতন ক্রেডিট ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কে.বি.এম শাহজাহান সাজু।
আরও পড়ুন: কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম
ফেনী শান্তি নিকেতন ক্রেডিট ইনস্টিটিউটের অধ্যক্ষ এম. মামুনুর রশীদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জাহিদ হাসান রিয়াদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ইউসুফ দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান আজাদ প্রমুখ।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা
অনুষ্ঠানে মেধা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





