১২৭ কর্মর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

জনপ্রশাসনের ১২৭ যুগ্ম সচিব কে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জন প্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ অধি শাখা উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় নিম্ন বর্ণিত ১২৭ কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রধানপূর্বক জনপ্রসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব নিয়োগ করা হলো।
জানা যায় গত বছর থেকেই এই পদোন্নতি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নির্বাচনের কারণে পদোন্নতি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়নি। এজন্যে নির্বাচনের পর থেকে এসএসবির বোর্ড দফায় দফায় মিটিং করে চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগেই আজ চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় অতিরিক্ত সচিব পদে প্রযোন্নতিতে বিসিএস ১৮ ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। ১৮ ব্যাচ থেকে ৮৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়।
আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক