রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন সমাপ্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত কেমিক্যাল ডিসাস্টার রেসপন্স টিম (CDRT)-এর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ অনুশীলন সম্প্রতি সম্পন্ন হয়েছে। গত ১ ও ২ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বাচল, নারায়ণগঞ্জে এই অনুশীলন আয়োজন করা হয়। এর ব্যবস্থাপনায় ছিল বিএনএসিডব্লিউসি এবং এতে সহায়তা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

দুই দিনব্যাপী এই যৌথ অনুশীলনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ সহায়তাকারীসহ মোট ১৭০ জন অংশ নেন। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং বিএনএসিডব্লিউসি-র প্রশিক্ষকগণ রাসায়নিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন। বিশেষ করে, রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলার জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রত্যাহার

অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসি-র সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী, (জি), এনজিপি, পিএসসি। তিনি সিডিআরটি-কে যেকোনো কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট (CWA) জনিত দুর্ঘটনা বা দুর্যোগে দ্রুত সাড়াদানের জন্য অংশীজনদের পারস্পরিক সক্ষমতা ও কার্যপ্রণালী সম্পর্কে জানার এবং ধারাবাহিকভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।