এসএমসি এন্টারপ্রাইজকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির মাধ্যমে এসএমসি এন্টারপ্রাইজের দেশজুড়ে বিস্তৃত রিসিভেবল অপারেশন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন প্রতিষ্ঠানটির কালেকশন প্রক্রিয়া সহজ ও ঝামেলাহীন করার পাশাপাশি ডিস্ট্রিবিউটর ভ্যালু চেইনে স্বচ্ছতা নিশ্চিত করবে। চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট সিস্টেম ব্যবহার করে রিয়েল-টাইম পেমেন্ট সংগ্রহ করতে পারবে, যা রিসিভেবল ডেটার যথার্থতা নিশ্চিত করবে এবং ম্যানুয়াল প্রক্রিয়ার প্রয়োজন কমাবে। এছাড়া কর্পোরেট গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ব্যাংক বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন গ্রাহক
৬ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ. টি. এম. জামাল উদ্দিন এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের হেড মুসাব্বির আহমেদ।
চুক্তি বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমই শক্তিশালী ব্যবসার ভিত্তি। আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনগুলো এসএমসি-এর মতো প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্সিয়াল কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও কার্যকর করবে। আমরা কর্পোরেট প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
এসএমসি এন্টারপ্রাইজের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সায়েফ উদ্দিন নাসির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবুল বশির খান, জেনারেল ম্যানেজার চন্দ্র নাথ মণ্ডল এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেন।
এই উদ্যোগটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনা ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাংকটি ২৯৮টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করছে। দেশজুড়ে ২৪ বছরের কার্যক্রমে ব্যাংকটি দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী হিসেবে পরিচিত।





