আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেল সদৃশ’ বস্তুর বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোববার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেল সদৃশ’ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে- এর মধ্যে তা নেই। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: ঢাকার যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি-না, তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার কথা রয়েছে।

আরও পড়ুন: ডিএসসিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন কমিটি: আহ্বায়ক কিবরিয়া সদস্য সচিব ইমরান