মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, সাতজন দগ্ধ হাসপাতালে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন এবং তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) এবং সজিব (৩১)।

আরও পড়ুন: ঢাকায় মহিলা আ.লীগ নেত্রী হাজেরা খাতুন গ্রেপ্তার

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী এলাকা থেকে সাতজনকে নিয়ে আসা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ জানান, দুপুর ১টার দিকে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে এবং এতে কর্মচারীসহ সাতজন দগ্ধ হন।

আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম বলেন, “এ মুহূর্তে আমাদের কাছে এ ধরনের দুর্ঘটনার কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি, তবে এখনও কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।”