টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২:১২ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবি: বিসিবি
ছবি: বিসিবি

আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের কাছে পাত্তাই পেলো না টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের বাঁচামরার ম্যাচটিতে হেরে গেল লাল-সবুজের দল।  এক ম্যাচ হাতে রেখেই  আয়ারল্যান্ড সিরিজ নিশ্চিত করলো।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে অতিথি দলটিট আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৮৭ রানে অলআউট  হয় বাংলাদেশ।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২২ রানের মধ্যে উপরের সারির ৪ ব্যাটারকে হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে যোগ করেন ৪৮ রান।

তবে এই দুজনের বিদায়ের পর আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। শারমিন আউট হন ৪৩ বলে ৩৮ রান করে। আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

আরও পড়ুন: তাসকিনের ক্যারিয়ারের কথা ভেবে অভিযোগ প্রত্যাহার করে নিবেন সৌরভ

বাংলাদেশের ব্যাটিং অর্ডারের আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরলেনা কেলি ও লরা ডেলানি। বাকি একটি উইকেট গেছে আলানা ড্যাজেল।

এর আগে আয়ারল্যান্ডের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। গ্যাবি অবশ্য খানিক ধীরগতিরই ছিলেন। ১৪ রান করে কিছুটা গতি বাড়াতে গিয়েই নাহিদা আক্তারের বলে দিয়েছেন ক্যাচ। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সের কারণেই সাজঘরে ফিরতে হয় আইরিশ অধিনায়ককে। 

অ্যামি হান্টারও খানিক পরেই ফেরেন। ২৩ বলে ২৩ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন তিনি। তবে ওরলা প্রেডেনগ্রাস্টই ছিলেন আজকের বড় স্কোরার। ২৫ বলে ৩২ রানের কার্যকরী একটা ইনিংস আসে ওয়ানডাউনে নামা এই ব্যাটারের কাছ থেকে। প্রেডেনগ্রাস্ট ফিরিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন নাহিদা। আর অ্যামির উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ২০ রান খরচায় ২ উইকেট পান নাহিদা। ১টি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, ফাহিমা এবং জাহানারা আলম।