সাজা ছিল ৬ মাসের, পালিয়ে বেড়ালেন ৮ বছর

Shakil
বাংলাবাজার রিপোর্টার
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৭:০৭ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা পুলিশের হাতে গ্রেপ্তার  হয়েছেন মো. জিয়া তৌহিদ। মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড এড়াতে ৮ বছর পালিয়ে বেড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় আকবর শাহ্ থানার ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বিভিন্ন অভিযোগে ৫০ জন আটক

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার জিয়া তৌহিদের বিরুদ্ধে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নোয়াখালী জেলার সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৫ সালের ১৪ জানুয়ারি আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তারপর থেকে পলাতক ছিলেন আসামি জিয়া। অবশেষে আজ ভোরে আকবর শাহ্ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

ওসি আরো বলেন, রায় ঘোষণার পর থেকে জিয়া বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেছেন। সেখানে চাকরিও করেছেন। চট্টগ্রামেও তার আসা যাওয়া ছিল।