মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নুর আলম (২৫), হাসান (২৩), জুম্মান (২০), আলী হোসেন (৩৬), ইব্রাহিম (২২), মুসা (২৫), শুভ (২০), নাহিম (২৩), জীবন (২২), আশিক (২৪), নাঈম (২০), রেজওয়ান (২৬), ফারাজ হোসেন পাপ্পু (৩৬), রাকিব (২৩), টুটুল (১৯), মাহাবুব (২৮), ফয়সাল (৩৫), সোহেল (৩০), হানিফ (৪২), ইসমাইল (২৩), রাজা (৩০), আরমান (৩০), আমিরুল (২৬), হীরা (২৬), সাঈদ (৩০), সাব্বির (৪০), কামরান (২৮) ও রিপন (৪০) অন্তর্ভুক্ত। এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন ও ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাত জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিন করে সাজা প্রদান করা হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

অন্যদিকে, আদাবর থানা সূত্রে জানা যায়, একই দিনে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইদুল (৩৫), মোঃ নিলয় আহমেদ (১৯), মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০), মোঃ রুবেল (৩০) ও মোঃ আলাউদ্দিন (২০) রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য অপরাধী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁকর্মী গ্রেপ্তার