সাগর তীরে মিলল হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরপাড়, বেটার্মিনাল এলাকা থেকে শামীম মাশুদ খান (২৬) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ।
রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। শামীম আগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হন।
আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম জানান, শামীমকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, শামীম ঘটনাস্থলে নিজেই কিছু করতে চাইছিলেন, কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।
পরবর্তীতে শামীমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সব দিক তদন্ত করছে এবং নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।