টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ১

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে এক অটোরিকশা চালকের প্রাণ গেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১১টায় দত্তপাড়া মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রাত পৌনে ১টায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। নিহত নবীন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ধলা গ্রা‌মের দুদু মিয়ার ছে‌লে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে গাজীপুর সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক দাঁড়ি‌য়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পা‌শে থাকা অটো‌রিকশা ট্রাকের নিচে চাপা পড়ে চালক নবীন ছাড়াও দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর নবীন‌কে মৃত ঘোষণা ক‌রে কর্তব্যরত চিকিৎসক।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ট্রেন ও ট্রা‌কের সংঘ‌র্ষে অটোরিকশা চালক নবীনসহ ৩ জন আহত হয়। তিনজন‌কে হাসপাতা‌লে নেয়ার পর চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। রাত পৌনে ১টার‌ দি‌কে রেল চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বিধবা ঝর্ণা রাণীর ঘরের দায়িত্ব নিলেন জামায়াত নেতা রেজাউল করিম