ঢাকায় সরাসরি ফ্লাইট শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না

চলতি মাসের মধ্যেই ঢাকায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই দুই বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি প্রায় শেষের দিকে।
আজ সোমবার ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আমাদের যা করার প্রয়োজনীয় কাগজপত্র আমরা দিয়ে দিয়েছি। এখন এয়ারলাইন্স অপারেটর তাদের সুবিধা মতো প্রোগ্রাম ঘোষণা করবে। তবে কবে নাগাদ ফ্লাইট চালু হতে পারে সেটা আমরা বলতে পারবো না।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
বেবিচক সূত্রে জানা যায়, মে মাসের তৃতীয় সপ্তাহে আদ্দিস আবাবা থেকে ঢাকার মধ্যে ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। আফ্রিকার বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত এয়ারলাইন্সটি তার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ঢাকায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে চায়, যা প্রবাসী বাংলাদেশিদের আদ্দিস আবাবা থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করবে।
২০২৩ সালের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে কূটনৈতিক আলোচনার পর ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল চুক্তি সই হয়। ১৪৭টি বিমান নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা এবং পরিষেবা প্রদানকারী দেশগুলোর মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান সংস্থা।
আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত
এদিকে চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের পরিপ্রেক্ষিতে এয়ার চায়না ঢাকা-বেইজিং-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।