এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা

ছবিঃ সংগৃহীত
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে ডলারের দাম এক লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
দীর্ঘদিন ধরে ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট আজ বুধবার (৮ মে) থেকে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।
আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত