রেকর্ড ছাড়িয়ে সোনার দাম, প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার টাকা

বাংলাদেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণ বাড়লো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় দাঁড়িয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও তেজাবি সোনার দাম বেড়েছে, যার ফলে এই মূল্যবৃদ্ধি।
আরও পড়ুন: আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা ।
তবে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত আছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম কমলো ৩ টাকা