প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তপ্ত আন্দোলন, বুয়েটে সব পরীক্ষা স্থগিত

দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলছে।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক পর্যায়ের সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত থাকবে। পরে একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। বিএসসি প্রকৌশলীরা মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ ব্যবহার করতে না দেয়ার বিষয়সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়াসহ সাত দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন।
আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এই উত্তেজনার কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পরীক্ষার স্থগিতকরণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।