একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন শুরু
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) কলেজ লগইন প্যানেলে গিয়ে ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।
আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কোনোভাবেই দায় নেবে না।
এছাড়া, দেশের সব কলেজ, মাদ্রাসা ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
রেজিস্ট্রেশন শুরু হবে ২ নভেম্বর ২০২৫ এবং রেজিস্ট্রেশন শেষ: ১৬ নভেম্বর ২০২৫ (বিকেল ৫টা) ওয়েবসাইট https://www.xiclassadmission.gov.bd।





