শুটিং করতে গিয়ে অভিনেত্রী শারমিন আঁখি অগ্নিদগ্ধ
(no caption)
নাটকের শুটিং করতে গিয়ে মেকআপ রুমের এসি ব্লাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেত্রী শারমিন আখি। ভাগ্যক্রমে বেঁচে গেছেন অভিনেতা সজল। কয়েক সেকেন্ড আগে ওই মেকআপ রুম থেকে বাইরে যান তিনি।
মিরপুরের একটি নতুন শুটিং হাউজে চ্যানেল আইয়ের একটি নাটক তৈরীর সময় ওই দুর্ঘটনা ঘটে। আহত অভিনেত্রী আঁখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
আরও পড়ুন: ‘এটি আত্মহত্যা নয়, এটি ছিল প্রি-প্ল্যানড মার্ডার’
কর্তব্যরত চিকিৎসক বলেছেন তার শ্বাসনালী সহ শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে।
আর চ্যানেল আই কর্তৃপক্ষ বলেছেন চিকিৎসার সব খরচপত্র ছাড়াও প্রয়োজন হলে দেশের বাইরেও তার চিকিৎসার ব্যাপারে সব ব্যবস্থা নেবেন তারা।





