মোহাম্মদপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত যুবক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষ দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফার্মগেটে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।
জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, গভীর রাতে ক্যাম্পের ভেতরে চলমান সংঘর্ষ দেখতে বাসা থেকে বের হন জাহিদ। এক পর্যায়ে ককটেল তার পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় ক্লিনিক থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে জাহিদের মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ—‘বুনিয়া সোহেল গ্রুপ’ ও ‘পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। গত কয়েকদিন ধরে এ দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি ঘটে। দুইদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।





