কলকাতায় জয়ার সিনেমা হিট, ১০ দিনে আয় ২ কোটি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৩ | আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান নিয়মিতই অভিনয় করছেন কলকাতার সিনেমায়। আর এরই ধারাবাহিকতায় ওপার বাংলায় মুক্তি পেল তার নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। গত ২ জুন কৌশিক গাঙ্গুলী পরিচালিত জয়া আহসানের তৃতীয় সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছে।

মুক্তির ১০ দিনে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি আয় করেছে।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

টলি বাংলা বক্স অফিস টুইট করে জানিয়েছে, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’। দর্শক মহলে এটি ব্যাপক সাড়া ফেলেছে। 

এত অল্প সময়ে ২ কোটি টাকা আয় করা জয়ার সিনেমাটির গল্পে দেখা যায়, দীর্ঘ দিন সংসার করার পর একজন (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে  বিচ্ছেদে গিয়ে বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। এক দুর্ঘটনায় সেই ব্যক্তি হঠাৎই কোমায় চলে যান। তৈরি হয় এক জটিল পরিস্থিতি।  বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান স্বামীর পূর্বস্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর লোকটির আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় এক অন্যরকম রসায়ন। আর সেটাই দেখতে হলে হুমড়ি খেয়ে পড়ছেন ওপার বাংলার দর্শকরা। সিনেমা মুক্তির দিনে জয়া দর্শকদের উদ্দেশে্য এক বার্তায় বলেন, “একটি স্ত্রী-ভূজ প্রেমের গল্প ‘অর্ধাঙ্গিনী’। তবে চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়।”

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসান ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কাজ করেছিলেন।ছবিটিতে জয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি।

২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও দীর্ঘ চার বছর পর এ মাসে মুক্তি পায় ‘অর্ধাঙ্গিনী’।