আইয়ুব বাচ্চু স্মরণে গান বেঁধেছে দূরবীন ব্যান্ড
আইয়ুব বাচ্চু কেবল গায়ক-গীতিকারই ছিলেন না, ছিলেন অসাধারণ গীটারবাদকও। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে দেশে বিদেশে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন।
ব্যান্ড সংগীতের আইকন আইয়ুব বাচ্চু না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ২০১৮ সালের ১৮ অক্টোবরে। এখনও রয়ে গেছে তার গান ও সুরের জাদু। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি সংগীতাঙ্গনের অনেকেই তাকে উত্সর্গ করে গান প্রকাশ করেন।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
সেই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চু স্মরণে নতুন গান বেঁধেছে ব্যান্ডদল দূরবীন। গানের শিরোনাম ‘তোমার ঘুম ভাঙা শহরে’। আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করেছে দূরবীন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ। সঙ্গে আছেন আইয়ুব শাহরিয়ার। গানটির কথা লিখেছেন শহীদ এবং সুর ও সংগীত করেছেন দূরবীনের সদস্যরা।
শহীদ বলেন, ‘গানটি প্রথমে লিখেছিলাম ৬ বছর আগে। সুর করে একদিন বাচ্চু ভাইকেও শুনিয়েছিলাম। তিনি মুচকি হেসে বলেছিলেন, তুই ঘুম ভাঙা শহর কয়বার শুনেছিস? বললাম, অনেকবার শুনেছি, কতবার হবে জানি না। তিনি বললেন, চেষ্টা করে আরও একটু ভালো কর। সুরে কিছু পরিবর্তন আনিস। সবকিছু ঠিকঠাক করে বাচ্চু ভাইকে আর গানটি শোনাতে পারলাম না। এরপর ২ বছর ধরে মন খারাপ ছিল। গানটি প্রস্তুত থাকলেও আর রিলিজ দেওয়া হয়নি। অবশেষে সিদ্ধান্ত নিলাম গানটি এবার প্রকাশ করব। বাচ্চু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করেছি। আশা করছি গানটি সবার হূদয় ছুঁয়ে যাবে।’
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
উল্লেখ্য, এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন আইয়ুব বাচ্চু। ৪০ বছরের গায়কী জীবনে ১২টি ব্যান্ড অ্যালবাম, ১৬টি একক ও বহু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।





