সংসদ নির্বাচনে দাঁড়াতে চান অপু বিশ্বাস

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ১৫ নভেম্বর। আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। যারমধ্যে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই নির্বাচনের মাঠে নামবেন তিনি এবং তা অবশ্যই নৌকা প্রতীকে।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করে অপু বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন ফেরদৌস ও মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও সরব রয়েছেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় দেখা যায় তাদের। এবার তাদের কাতারে ভিড়লেন অপু বিশ্বাস।