বলিউড তারকাদের বিরুদ্ধে কঙ্গনার বিস্ফোরক অভিযোগ

Abid Rayhan Jaki
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:১২ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বারবার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে আসেন। এবার তিনি বলিউডের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। কঙ্গনার দাবি, বলিউডের অনেক তারকা 'ডার্ক ওয়েব'-এর মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম করছেন। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানান বেআইনি ও অবৈধ কাজ করছেন। 

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি ফোন করলে তার নাম ও পরিচয় মোবাইলে ফুটে উঠবে। এই নিয়মের প্রেক্ষাপটে কঙ্গনা টুইটারে কেন্দ্রীয় সরকারকে 'ডার্ক ওয়েব'-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

তিনি লেখেন, "ভালো উদ্যোগ। এবার কেন্দ্রের উচিত 'ডার্ক ওয়েব'-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বলিউডের অনেক জনপ্রিয় তারকা 'ডার্ক ওয়েব'-এর মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম করছেন। এর মাধ্যমে মেইল, হোয়াটসঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই 'ডার্ক ওয়েব'-এর রহস্যের উদঘাটন করা জরুরি। তাহলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে।"

বলিউডকে উদ্দেশ করে অভিনেত্রী বলেন, বলিপাড়ার অনেক জনপ্রিয় তারকা ‘ডার্ক ওয়েব’র মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম করছেন। এর মাধ্যমে মেইল, হোয়াটসঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ‘ডার্ক ওয়েব’র রহস্যের উদঘাটন করা জরুরি। তাহলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে। 

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

সূত্র : আনন্দবাজার