সিলেটে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেফতার ২

Any Akter
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি, জিরা ও বালু উত্তোলনকারী নৌকাসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটেলিয়ন (৪৮) নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে ৮ ও ৯ অক্টোবর ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য সামগ্রী আটক করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১


এ ছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুইজন চোরাকারবারীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

আটককৃত দুজন হলেন, মো. জাহিদুল ইসলাম (৩৮) ও আকাশ চন্দ্র (১৮)। 


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক

জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, এর আগে বুধবার ৮ (অক্টোবর) বিজিবির অভিযানে তিন কোটি টাকার গরু-মহিষ ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।