নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারছেন না, হাইকোর্টের রিট খারিজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। হাইকোর্ট তার ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য দায়ের করা রিট খারিজ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

আরও পড়ুন: তারেক রহমান দেশে ফেরার পরের যেসব কর্মসূচি নির্ধারিত হয়েছে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে মান্না রিট করেছিলেন। আদালত রিটটি খারিজ করেছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, “হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব।”

আরও পড়ুন: শরিকদের সঙ্গে বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুররা কে কোন আসনে

এর আগে, ১০ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

তিনজন মালিকের মধ্যে মান্নার অংশ ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহানের অংশ ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর অংশ ২৫ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।