ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’

Sanchoy Biswas
এনামুল কবীর রূপম
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৫
ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ছবিঃ সংগৃহীত
ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ছবিঃ সংগৃহীত

এনামুল কবীর রূপম : ঈদের দিন ওটিটি প্লাটফর্মে এসেছে কাজল আরেফিন আমির ঈদের বিশেষ ওয়েব সিরিজ ‘হাউ সুইট’। ঈদের দিন সন্ধ্যে সাতটা থেকে ওটিটি প্লাটফর্মে দেখা যাচ্ছে এই ওয়েব সিরিজটি। 

অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিন সহ অন্যরা। বেশিরভাগ চিত্রায়ন হয়েছে বিভাগীয় শহর বরিশালে। বিভিন্ন কারণে কাজল আরেফিন আমির নাটক বা ওয়েব সিরিজ রীতিমতো হৈচৈ ফেলে দেয় ।এবার অবশ্য তা হয়নি। প্রোমো দেখে যতটা আগ্রহ সৃষ্টি হয়েছিলো দর্শকদের। ওয়েব সিরিজ দেখে হতাশ হয়েছেন অনেকেই। 

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

সমালোচকরা বলছেন শুরুর দিকে একটি দৃশ্যে লঞ্চের ভিআইপি কেবিনের বিছানায় শুয়ে তাসনিয়া ফারিনের সিগারেট ফোকার দৃশ্যটা খুবই দৃষ্টিকটু লেগেছে। এর তেমন কি দরকার ছিল ? তাছাড়া ঘুমিয়ে যাওয়ার আগে নতুন পরিচিত যুবকদের একজনকে বেড শেয়ার করতে চাওয়ার মাধ্যমে নির্মাতা কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তবে সবচেয়ে আকর্ষণ ছিল ন্যান্সি ও বালামের গাওয়া গান "মায়া মায়া লাগে"। ওই গানে ঠোঁট মিলিয়েছেন অপূর্ব ও ফারিন। গানটি চিত্রায়নে মুন্সিয়ানা দেখিয়েছেন কাজল আরিফেন আমি।