বনলতা এক্সপ্রেস নিয়ে আসছেন সাবিলা নূর
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর নতুন সিনেমা নিয়ে বেশ কিছুদিন নীরব ছিলেন সাবিলা নূর। তবে সেই নীরবতা ভাঙল নতুন ছবির ঘোষণায়। আসছে ঈদুল ফিতরে মুক্তি লক্ষ্য করে নির্মিত হচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি সিনেমায় কাজ করাকে এই অভিনেত্রী ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের পর একটু বিরতি ছিল। আবার সিনেমার কাজে ফিরেছি। ফিরেই ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া ভীষণ রোমাঞ্চকর। ‘কিছুক্ষণ’ উপন্যাসটি আমার অনেক পছন্দের। এ উপন্যাসের বিশেষ একটি চরিত্রে অভিনয় করছি। এটি নিয়ে আর বিস্তারিত বলতে চাই না। দর্শকের প্রত্যাশা পূরণে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই থাকবে।’
আরও পড়ুন: ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মেঘনা আলম
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নির্মিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। এই ছবিতে সাবিলার সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। শক্তিশালী অভিনয়শিল্পীদের এই সমন্বয় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সাবিলা।
চলতি বছর শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় এবং ঈদুল আজহায় মুক্তির পর দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে তিনি নিজের ক্যারিয়ারের বড় প্রাপ্তি মনে করেন। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানটি তাঁকে নতুন প্রজন্মের দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে। নিজের অর্জন নিয়ে সাবিলা নূরের উপলব্ধি ‘মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করা এবং মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কাছ থেকে দেখা এই অভিজ্ঞতাই বছরটিকে আলাদা করে তুলেছে। চলচ্চিত্র জগতে পা রেখে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি’।
আরও পড়ুন: আবারও ছবি প্রকাশ করে তুমুল আলোচনায় স্বস্তিকা মুখার্জি
নতুন সিনেমা, সাহিত্যচর্চা এবং অভিনয়ের পরিণত ধাপে পৌঁছানো সব মিলিয়ে সাবিলা নূর এখন এক নতুন যাত্রায়। ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রী হয়ে তিনি যে বড় পর্দায় নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাইছেন, সে ইঙ্গিত স্পষ্ট। দর্শক এখন অপেক্ষায়, এই যাত্রার পরের স্টেশনগুলো কীভাবে তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যায়।





