লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত ৬১

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। নৌকায় ৬১ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। 

রোববার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাতে এ খবর জানায় বিবিসি।

আরও পড়ুন: ইসলামি বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকরা

বেঁচে যাওয়া লোকজনের উদ্ধৃতি দিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) লিবিয়া অফিস জানায়, নৌকাটিতে ৮৬ জন আরোহী ছিল।

আইওএম জানায়, লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল জাওয়ারা ছাড়ার পর নৌকাটি ঝড়ের কবলে পড়লে আরোহীদের অনেকের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদান পরিকল্পনা

ইতালি হয়ে ইউরোপ যাওয়ার আশায় বিপজ্জনক সাগড় পাড়ি দিতে লিবিয়া এবং তিউনিসিয়া প্রধান প্রস্থানপথ হিসেবে বিবেচিত হয়।

রোববারের নৌকাডুবির শিকারদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। উদ্ধারপ্রাপ্তদেরকে লিবিয়ার একটি বন্দিশালায় রাখা হয়েছে।

আইওএমের মুখপাত্র ডি গিয়াকোমো জানিয়েছেন, চলতি বছর ভূমধ্যসাগরের অভিবাসন রুটে অন্তত দুই হাজার ২৫০ জনের প্রাণহানি ঘটেছে।