ফ্রান্সে আটক বিমান ২৭৬ যাত্রী নিয়ে ভারতে ফিরল

মানব পাচার সন্দেহে ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে চারদিন আটক থাকার পর যাত্রীবাহী এয়ারবাস এ৩৪০ বিমানটি ভারতে পাঠানো হয়েছে। খবর বিবিসির।
বিমানে ছিলেন ২৭৬ যাত্রী। তবে ২৭ জন যাত্রী বিমানের সঙ্গে আসেননি। এর মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক-সহ ২৫ জন ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন জানিয়েছেন। দুইজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
বিমানটি গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল। পথে রিফুয়েলিংয়ের জন্য বিমানটি ফ্রান্সে অবতরণ করে। বিমানে থাকা যাত্রীদের 'অনেকেই পাচারের শিকার' এমন সন্দেহের ভিত্তিতে বিমানটিকে আর উড্ডয়ন করতে দেওয়া হয়নি।
তখন বিমানটিকে আটক করা হয়। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
ফরাসি কর্তৃপক্ষের সন্দেহ, বিমানে থাকা যাত্রীদের বেশিরভাগই দুবাইতে শ্রমিকের কাজ করেন। তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র বা কানাডা।
ফ্রান্সের কর্তৃপক্ষ আসলেই মানবপাচার সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছে কি না তা জানা যায়নি। এছাড়াও নিকারাগুয়ায় না গিয়ে বিমানটি কেন মুম্বাইতে পাঠানো হলো সেটিও স্পষ্ট নয়।
এই ক্ষেত্রে অভিবাসীরা একটা নির্দিষ্ট কৌশল নেয়। তারা ‘ডাঙ্কি’ ফ্লাইটে তৃতীয় কোনো দেশে এসে পৌঁছায়। যে দেশে ট্রাভেল ডকুমেন্টের কড়াকড়ি কম। সেখান থেকে তারা আমেরিকায় ঢোকার চেষ্টা করে।