ফের আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ১৩২ বছরের এক রেকর্ড ভেঙেছেন ট্রাম্প।

ফক্স নিউজের পর এবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও ট্রাম্পের জয়ের তথ্য নিশ্চিত করল। এর মধ্যে বিবিসি বলছে, ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। আর সিএনএন বলছে, ট্রাম্প পেয়েছেন ২৭৬টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। সে হিসেবে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উইসকনসিনে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির পার্টনার মিডিয়া সিবিসি বলছে, আরেকটি সুইং স্টেটে হেরে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর তা হলো উইসকনসিন। এর মধ্য দিয়ে আবারও আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। 

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হচ্ছে। 

এর আগে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।