পাখির ডিমের জন্য ফুটবল মাঠ বন্ধ!

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অদ্ভুত এক কারণে অস্ট্রেলিয়ায় একটি ফুটবল মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছেমাঠের একদম মাঝখানে সংরক্ষিত প্রজাতির দেশি প্লোভার পাখি ডিম পাড়ায় স্থানীয় কর্তৃপক্ষ মাঠ ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন: গাজায় গর্ভবতী নারী-শিশুসহ ৫৯ জন নিহত, ক্ষুধায় বাড়ছে মৃত্যুর মিছিল

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে মাত্র ২০ মিনিট দূরের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন, মাঠের মাঝখানেই একটি প্লোভার ডিম দিয়েছে। ফলে নির্ধারিত ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে।

আরও পড়ুন: সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন একটি গ্রাম, এক হাজারের বেশি নিহত

প্রকৃতিতে ডিম পাড়ার পর প্লোভার সাধারণত অত্যন্ত রক্ষণশীল ও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ করা এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের তাড়াতে চেষ্টা করে।

স্থানীয় কাউন্সিল জানিয়েছে, ওয়াইল্ডকেয়ার বন্য প্রাণী সংস্থার পরামর্শে মাঠ বন্ধ রাখা হয়েছে। চাইলে সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত মাঠটি খেলার জন্য অপ্রবেশযোগ্য থাকতে পারে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞ ডাকার পাশাপাশি সরকারি অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে তারা।

এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিকল্প মাঠে খেলা ও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে।