নভোচারী সেজে ৯ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক
জাপানে এক ৮০ বছর বয়সী নারী অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন। এক ব্যক্তি নভোচারীর ছদ্মবেশ ধরে মহাকাশ অভিযানে হামলার কবলে পড়েছেন বলে দাবি করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে প্রতারকের পরিচয় হয়। কিছুদিন পর প্রতারক তাকে জানায়, সে মহাকাশ অভিযানে রয়েছে এবং হামলার শিকার হয়ে অক্সিজেন সংকটে পড়েছে। এজন্য অক্সিজেন কিনতে অর্থ প্রয়োজন বলে দাবি করে।
আরও পড়ুন: পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
একাকী বসবাস করা নারী সরল মনে প্রতারককে বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা পাঠান। অর্থ পাওয়ার পর প্রতারক তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমে অচেনা কেউ নগদ অর্থ চাইলে সতর্ক হতে হবে এবং পুলিশকে জানাতে হবে। বিশেষ করে একাকিত্বে থাকা বয়স্ক মানুষদের লক্ষ্য করেই প্রতারকরা বেশি সক্রিয় থাকে। সূত্র: সিবিএস নিউজ
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের ফের বিমান হামলা, যুদ্ধবিরতি আবারও অনিশ্চিত





