ট্রাম্পের শান্তি পরিকল্পনায় শর্তসাপেক্ষে রাজি হামাস

গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু অংশ গ্রহণের কথা জানিয়েছে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
হামাস জানিয়েছে,
* বন্দী বিনিময়
আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা
* গাজার ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের ধারণা
এ দুটি বিষয়ে তারা রাজি। তবে পরিকল্পনার অন্য অংশগুলোতে তাদের আপত্তি রয়েছে।
সংগঠনটি বলছে,
* আন্তর্জাতিক প্রশাসন
* ট্রাম্পের প্রস্তাবিত “শান্তি পরিষদ”
* এবং অস্ত্র নিরস্ত্রীকরণ
—এসবই গাজাকে মূল ফিলিস্তিনি সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা। হামাসের মতে, গাজার ভবিষ্যৎ ও সামগ্রিক ফিলিস্তিনি আন্দোলনের ফলাফল শুধুই ফিলিস্তিনিদের ঐকমত্যের ওপর নির্ভর করবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বিস্তৃত ফিলিস্তিনি সমঝোতা জরুরি।
এ বিষয়ে এখনো ওয়াশিংটন থেকে সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প স্পষ্ট করেছেন—হামাসকে এই পরিকল্পনা মেনে নিতে হবে।
নতুবা পরিণতি মারাত্মক হবে
তিনি আরও যোগ করেন, হামাসের এখনো সুযোগ আছে পরিকল্পনা গ্রহণ করে শান্তি ও সমৃদ্ধির পথে এগোতে। না হলে ফলাফল দুঃখজনক হবে।