সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাসা থেকে তুলে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিনের আদেশ দেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যু কামনাকারি মোরশেদ আলম দুদকের মামলায় গ্রেফতার
আদালতে সুলতানা পারভীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) এ মামলায় হাইকোর্টে শুনানি শেষে জামিন আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ, ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে নতুন তথ্য
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত সাংবাদিক আরিফুলকে নির্যাতনের মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে তিনি জামিন আবেদন করেন।