জাতীয় শোক দিবসে হাইওয়ে পুলিশের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২২ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বিকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এ হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, মোঃ বরকতুল্লাহ খান, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, মুহম্মদ শামসুল আলম সরকার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স ), সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ বকুল হোসেন, স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স  এ কর্মরত অফিসার ও ফোর্স বৃন্দ।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনের জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য বৃন্দ এবং ৭৫ এর ১৫ আগস্ট নিহত সকলের স্মরণে বিশেষ দোয়ার মাহফিল হয়।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা