ভালুকায় হয়রানিমূলক মামলার অভিযোগ এনে বন বিভাগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ‘‘হয়রানিমূলক মামলার অভিযোগ’’ এনে বন বিভাগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান লায়ন আব্দুর রশিদ।
সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. মুহাম্মদ ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা
সংবাদ সম্মেলনে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান লায়ন আব্দুর রশিদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘‘স্থানীয় বন বিভাগ কর্তৃক হাইকোর্টের আদেশ অমান্য করে আমাকে হয়রানি করছে। বনের গাছ কাটার অভিযোগে বিনা তদন্তে বন বিভাগ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’’
তিনি বলেন, ‘‘কোন দিন অন্যায় ভাবে আমি মানুষের, সমাজের, রাষ্ট্রের কল্যাণকর কাজ ছাড়া অন্য কোন কাজের সঙ্গে কোন দিন জড়িত ছিলাম না, এখনও নই। আমার প্রতিষ্ঠিত আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনে এক হাজার ছেলে-মেয়ে কাজ করছে। আমি বিভিন্ন সরকারি, বেসরকারি কার্যক্রম, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য, কৃষি, গৃহ নির্মাণ ও স্যানিটেশন ব্যবস্থাপনা কাজ করছি ১৯৯৩ সাল থেকে। আমাদের কার্যক্রমের মডেল বিদেশেও পরিচালিত হচ্ছে।’’
আরও পড়ুন: কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪
তিনি আরও বলেন, ‘‘আমার সংস্থা আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমকে জড়িয়ে যে সংবাদ প্রচার করছে তা মিথ্যা। আমি নার্সারির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৩০ লাখ গাছ লাগিয়েছি। এ ছাড়া বর্তমানে প্রধানমন্ত্রীর আহ্বানে নিজ উদ্যোগে সমবায়ভিত্তিক কৃষি উন্নয়ন প্রকল্প চালু করেছি।’’