ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে চা চক্রে ১২ দেশের কূটনীতিক

MIZANUR RAHMAN
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৩ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৩
(no caption)
(no caption)

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে আয়োজিত চা চক্রে অংশ নেন ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

আজ সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ চা চক্রের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

এতে অংশ নেন- মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইজফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি আসিস বেনেতিজ সালাস, জার্মানির ডেপুটি হাইকমিশনার জ্যান জেনোভস্কি, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত তাতসুয়া মাসিদা, সুইডেন দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালি দূতাবাসের ডেপুটি প্রধান মাতিয়া ভেঞ্চুুরা, বৃটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত ম্যাটথিজিস জেল উডস্ট্রা। কূটনৈতিক সূত্র চা চক্রের বিষয়টি নিশ্চিত করেছেন।