সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৪ | আপডেট: ৬:০৭ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৪
ড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবিঃ সংগৃহীত
ড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

রোববার  (৩ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে তিনি রওনা হন। ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও তিনি সেটি ৮টা ৪১ মিনিটে ছেড়ে যায়।

আরও পড়ুন: নুরুল হক নুর ও তার দলের ওপর হামলা, নিন্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই  তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।