শাহজালাল বিমানবন্দরে ৬০টি সোনার বার জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে প্রায় ৭ কেজি ওজনের ৬০টি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে ব্যাংকক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) থেকে এসব সোনা জব্দ করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) বিকেল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন। অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা। এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা। বান্ডিল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি সোনার বার পাওয়া যায়।
আরও পড়ুন: বিএনপি নেতৃবৃন্দের শোক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল
জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। যাতে উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন দাঁড়ায় ৬ কেজি ৯৬০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।