পিএসসির নবনিযুক্ত ছয় সদস্যের শপথ গ্রহণের আগেই বাতিলে ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সাধুবাদ

বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নতুন ৬ জন সদস্য নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদেরকে শপথ গ্রহণের আগেই নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম সরকারকে সাধুবাদ জানিয়েছে। একই সাথে ভবিষ্যতে এক ধরনের সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সরকারকে যাতে বিতর্কিত হতে না হয় সে জন্য অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়
সরকার গত ২ জানুয়ারি তারিখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে ৬ জন নতুন সদস্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু, নবনিযুক্ত ছয়জনের প্রত্যেকের বিরুদ্ধে স্বৈরাচারের দোসর/সুবিধাভোগী, মানবাধীকার লংঘন ও দলবাজির অভিযোগ থাকায় তাৎক্ষণিকভাবে আপামর জনসাধারণের বিভিন্ন পর্যায় হতে প্রতিবাদের ঝড় উঠে। সরকার সর্বসাধারণের মতামতকে সম্মান জানিয়ে ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে নবনিযুক্ত ৬ জন সদস্যের শপথ গ্রহণের পূর্বেই তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। সুবিবেচনা ও ত্বরিত সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিল করায় ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’-এর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
আরও পড়ুন: ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে বাংলাদেশ, আশ্রয় দিচ্ছে ১৩ লাখ রোহিঙ্গাকে
পাবলিক সার্ভিস কমিশনে এ ধরণের সদস্য নিয়োগ ও বাতিল প্রক্রিয়ায় প্রতিভাত হয় কোন স্বার্থাণ্বেষী মহল/ ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে বির্তর্কিত করার চেষ্টা করছে। ভবিষৎতে সাংবিধানিক সকল পদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন পদে কাউকে নিয়োগ দেয়ার পূর্বে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার এবং কোন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।